Hs political science question paper 2023 with answere

১) সাধারণ বিবরণ ২০২৩ সালের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের-

hs political science question paper 2023
hs political science question paper 2023


Hs political science question paper 2023:- আপনি যদি উচ্চ মাধ্যমিক ২০২৩ সালের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র চান তাহলে সঠিক পোস্ট এ এসেছেন। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীদে সুবিধার্থে আমরা ২০২৩ সালের প্রশ্ন পত্র সংগ্রহ করেছি।

সময়সীমা:- পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোট ৩ ঘন্টা ১৫ মিনিট। ৩ ঘন্টা লিখার জন্য + ১৫ মিনিট প্রশ্ন পত্র ভালোভাবে বুঝে পড়ার জন্য। অনুষ্ঠিত হয়েছিল নির্দিষ্ট দিনে।

মোট নম্বর- উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট নম্বর ১০০ এর মধ্যে ৮০ নম্বর লিখিত পরীক্ষার জন্য এবং ২০ নম্বরের প্রজেক্ট। লিখিত ৮০ + ২০ প্রজেক্ট মোট = ১০০ নম্বর।

মার্ক বিভাজন (Mark Distribution) – উচ্চ মাধ্যমিক ২০২৩ রাষ্ট্রবিজ্ঞান

২০২৩ প্রশ্নের ধরণ। প্রশ্নের সংখ্যা।প্রত্যেক প্রশ্নের নম্বর।মোট নম্বর।
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন MCQমোট প্রশ্নের সংখ্যা
24
প্রত্যেক প্রশ্নের মান
1
বহুবিকল্পভিত্তিক প্রশ্নের মোট নম্বর
24
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমোট প্রশ্নের সংখ্যা
16
প্রত্যেক প্রশ্নের মান
1
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মোট নম্বর
16
বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নমোট প্রশ্নের সংখ্যা
5
প্রত্যেক প্রশ্নের মান
8
বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নের
40
মোট4580

Project/Practical (প্রজেক্ট/ব্যাবহারিক কাজ)- ২০ নম্বর (৮০ + ২০ = ১০০ নম্বর)

Hs political science question paper 2023 প্রশ্ন পত্রের গঠন ও বিশ্লেষণ।

  • ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি সাধারণত তিনটি ভাগে বিভক্ত হয়:
    • বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)- সঠিক উত্তর বাছাই করে এক কোথায় উত্তর দিতে হব।
    • সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ)- ২০থেকে ৩০ শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
    • বিস্তারিত উত্তরধর্মী প্রশ্ন (LAQ)- ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে উত্তর দিতে হবে।
  • পূর্ববতী বছরের সাথে কিছু প্রশ্নের মিলছিলো এবং প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক তত্ত্ব সংক্রান্ত প্রশ্ন বেশি এসেছিলো। ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক বিষয়ের উপর ও বেশি গুরুত্ব ছিল।

বর্তমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের বিশ্লেষণ-


বহুনির্বাচনী প্রশ্ন_

  • জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোথায় ?
  • রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন ?
  • ত্রিস্তর পঞ্চায়েত আইন কত সালে পাস হয় ?
  • ভারতের প্রধান নির্বাচন কমিশিনের মেয়াদ কত ?

এর জন্য যে সব অধ্যায় গুলির উপর জোর দিতে হবে সেগুলি হলো- ভারতের সংবিধান, আইনবাবস্থা, ভারতীয় রাজনৈতিক পরিকাঠামো ও বৈদেশিক নীতি ইত্যাদি।

সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে-

  • সমাজতন্ত্র কী ?
  • আইন ও নীতির মধ্যে পার্থক্য কী ?
  • জাতিসংঘের উদ্দেশ্য কী ?
  • ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে সংক্ষেপে আলোচনা করো।
  • মৌলিক অধিকার কি কি ?
  • রাষ্ট্রপতি কে নিযুক্ত করেন ?
  • সংবিধানের জনক কাকে বলা হয় ?
  • উচ্চ মাধ্যমিকে এই রকম প্রশ্নপত্র হতে পারে।

বিস্তারিত প্রনসধর্মীয় প্রশ্ন-

  • ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর ধারণা ব্যাখ্যা করো ?
  • রাজ্য ও কেন্দ্রর সম্পর্ক ব্যাখ্যা করো ?
  • সরাসরি গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্রের তুলনামূলক আলোচনা করো ?
  • রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাখ্যা করো ?
  • ভারতীয় সংবিধানের বৈশিষ্ট সংক্ষিপ্ত আলোচনা করো ?

hs political science question paper 2023 প্রশ্নপত্রের সহজ ও কঠিন অংশ-

  • কঠিন অংশ-
    • কেন্দ্র ও রাজ্য সম্পক ব্যাখ্যা।
    • নেয়া উদারনৈতিক নীতি।
    • ভারতের অৰ্থনীতি এবং অর্থনীতিকে বিষ্লেশন।
    • রাজনৈতিক দলের কার্য কলাপ।
    • ভারতীয় নির্বাচন প্রক্রিয়ার গভীর বিষ্লেশন।
  • সহজ অংশ-
    • মৌলিক অধিকার ও মৌলিক কর্ত্তব্য।
    • একনায়তন্ত্র এবং গণতন্ত্র মধ্যে পার্থক্য।
    • আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতিসংঘের ভুমিকা।

পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত টিপস- hs political science question paper 2023 pdf download.


Hs political science question paper 2023 ভালো নম্বর পাওয়ার জন্য তিন চার বছর আগের প্রশ্ন গুলো দেখে তার সমাধান করা এবং প্রশ্নের ধরণ কি রকম হবে সেই বিষয়ে অবগত থাকতে হবে। ২০২৩ সালের প্রশ্ন গুলি দেখলে বুঝা যায় যারা ভালোভাবে সংবিধান, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক এই সব অধ্যায় গুলো ভালোভাবে অনুশীলন করেছিল তারা ভালো নম্বর পেয়েছে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে। বিষয়ভিত্তিক অনুশীলন করা উত্তম যেমন- ভারতীয় সংবিধান,ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা এবংআর্তর্জাতিক রাজনৈতিক, জাতিসংঘ ইত্যাদি। উত্তর লেখার কৌশল- উত্তর লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং পয়েন্ট আকারে প্রশ্ন উত্তর লিখতে হবে এতে ভালো নম্বর পাওয়া যায়। নিদিষ্ট শব্দের মধ্যে প্রশ্ন উত্তর করতে হবে সংক্ষিপ্ত ধর্মীয়প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে এটাই অত্যান্ত প্রয়োজন। উদাহরণ ও ব্যাখ্যা সংযোগ করতে হবে উত্তর এর সাথে।

Hs political science question paper.২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ প্রশ্ন ও উত্তর গুলি দেয়া হলো।

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।Hs political science question paper 2023

  1. প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল ? উত্তর- ঠান্ডা লড়াইয়ে।
  2. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ? উত্তর- বেলগ্রেডে
  3. SALT-I স্বাক্ষরিত হয়েছিল? উত্তর- ১৯৭২ সালে
  4. পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর- ১৯৫৪ সালে
  5. সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর- ঢাকায়
  6. ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর- ২০০৭ সালে
  7. সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছিল ? উত্তর- নভেম্বরের ৩ তারিখ ১৯৫০
  8. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ? উত্তর- ট্রিগ ভি লি।
  9. জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল ? উত্তর- সার্ভিসেসকো সম্মেলনে
  10. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো ? উত্তর- তিনটি
  11. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ হয় ? উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্রের
  12. আমলাতন্ত্র হলো…………..শাস।- উত্তর- স্থায়ী
  13. স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় ? উত্তর- লর্ড অ্যাক্টন
  14. বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল ? উত্তর- সুইজারল্যান্ড
  15. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন ? উত্তর- জে এস মিল
  16. “ন্যায় বিচার দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার” একথা বলেছেন ? উত্তর-লর্ড ব্রাইস
  17. “সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল” একথা বলেছেন- উত্তর- সরোজিনী নাইডু
  18. রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতি কে বলা হয়- উত্তর- কোটা
  19. রাজ্যসভায় সভাপতিত্ব করেন – উত্তর- উপরাষ্ট্রপতি
  20. জিরো আওয়ার বলতে সময় বোঝানো হয়- উত্তর- দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত
  21. জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ?
  22. কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল- উত্তর- ১৪৪ টি
  23. পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগম কোনটি কলকাতা- উত্তর-পৌরনিগাম
  24. ত্রিস্তর পঞ্চায়েত আইন পাস হয় কত সালে- উত্তর- ১৯৭৩ সালে
  • hs political science question paper 2023 pdf download
  • wbchse political science question paper 2023 pdf free download
  • hs political science question and answer paper 2023 pdf
  • political science question paper 2023 class 12 with answers
  • political science sample paper 2023 class 12 with answers pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top