2019 hs bengali question paper with answere. উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন-উত্তর।

ভূমিকা
আপনি কি 2019 hs bengali question paper বিগত বছরের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ২০১৯ সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং সেই প্রশ্নের উত্তর খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে আমরা বিস্তারিতভাবে ২০১৯ সালের প্রশ্নপত্র ও উত্তরগুলি বিশ্লেষণ করেছি এবং প্রায় সব প্রশ্নের যথাযত উত্তর দেওয়া হয়েছে। ২০১৯ সালের ফাইনাল প্রশ্নোত্তরগুলি ভবিষ্যৎ পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সহায়ক করবে। শুভকামনা রইলো আমাদের স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য।

2019 hs bengali question paper
2019 hs bengali question paper

Are you looking for previous year West Bengal Higher Secondary Final Exam 2019 Question Papers of Bengali subject and answers to those questions? Then this post is for you. Here we have analyzed the 2019 question papers and answers in detail and almost all the questions have been answered appropriately. Final Question Papers 2019 will help future candidates to prepare. All the best to our beloved high school students. All the best to our beloved high school students।

2019 hs bengali question paper উচ্চ মধ্যমিক বাংলা প্রশ্নপত্রের গঠন ও বৈশিষ্ট।


বিভাগ ক এবং বিভাগ খ- ২০১৯ সালের উচ্চ মধ্যমিক প্রশ্নপত্রে দুটি বিভাগে বিভক্ত ছিল- যেমন বিভাগ-ক এবং বিভাগ-খ। বিভাগ ক এর মধ্যে মোট ৫০ নম্বর এর প্রশ্ন-উত্তর করতে হতো এবং বিভাগ খ এর মধ্যে সর্বমোট ৩০ নম্বর উত্তর করতে হবে। বিভাগ খ এর প্রশ্নগুলি সংক্ষিতপ এবং সঠিক উত্তরটি নির্বাচন করো এমন প্রশ্ন ছিল।

খ বিভাগের প্রশ্ন গুলি-

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ
পরিমিত এবং যথাযথ উত্তর দেওয়ার জন্য বিশেষ মূল্য দেওয়া হবে
বর্ণশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিতে আসে

বিভাগ – ক নম্বর:

2019 hs bengali question paper. উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০১৯ সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

ক বিভাগের প্রশ্ন গুলি ছিল অনধিক ১৫০ শব্দে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের
“অথবা” একটি প্রশ্ন থাকবে যেকোনো একটা করতে হবে।

1: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

1.1) “সেই সময় এল এক বুড়ি” লেখক বুড়ির সম্পর্কে যে-বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ? 1+4 Click Here

1.2) “ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই।“ বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিক আভাসিত হয়েছে ? 1+4

2: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

2.1) “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে” -বক্তা কে ? মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে “দেনা” কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি ? 1+1+3

2.2) “আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার”-‘ঐ সবুজ ’ বলতে কবি কী বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন ? 1+4

3: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

3.1) “জীবন কোথায় ?” কে, কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ? 1+1+3

3.2) “প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ।“কে বলেছেন ? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন ?  1+4

4: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

4.1) “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।/একলাই না কি ?” আলেকজান্ডার কে ছিলেন?“ একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন? 1+4

4.2) “অবাক-বিহ্বল বসে আছি, মুখে কথা নেই।“ মুখে কথা নেই কেন ? 5

5: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

5.1) “নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল”-কার কথা? সে নতুন ছাতি কীভাবে পেল ? 1+4

5.2) “অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান।”—মার কাছে শেখা গানটি কী? কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ? 2+3

6: যেকোনো একটা প্রশ্নের উত্তর দাও- (১৫০ শব্দের অনধিক)

6.1) ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে-কোনো একটি শাখার আলোচনা করো। 2+3

6.2) উদাহরণ-সহ যুক্তধ্বনির পরিচয় দাও। 2+3

নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উত্তরগুলি হবে ১৫০ শব্দের অধিক। 5X2=10

  1. ক ) বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো ।
  2. খ ) আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন, এমন একজন বাঙালি ক্রিয়াবিদের কৃতিত্বের পরিচয় দাও।
  3. গ ) বাংলা চিকিৎসাবিজ্ঞানে কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
  4. ঘ ) বাংলা গানের ধারায় সলিল চৌধুরির বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো ।

Hs bengali question paper 2019. প্রবন্ধ রচনা

Hs bengali question paper 2019. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো 10

বিশ্ব উন্নায়ন

8.1 বিশ্ব উন্নায়ন কী বিশ্ব উন্নায়ন বিভিন্ন দেশের দায় ভারতের ভূমিকা বিশ্ব উন্নায়ন ফলশ্রুতি প্রতিকারের পথ

Hs bengali question paper 2019
Hs bengali question paper 2019

বিশ্ব উন্নায়ন উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন

৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :

ভারত এক মিলনমেলা

পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লাইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো :

বিতর্কের বিষয়: সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে।

মতের পক্ষে: সংবাদপত্র, বেতার, দূরদর্শন, ইনটারনেট ইত্যাদির কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সংবাদ বা তথ্য পরিবেশনের প্রভাব মারাত্মক ।

মতের বিপক্ষে: নানা কুরুচিপূর্ণ বিজ্ঞাপন ও সংবাদকে বাদ দিলে আজও গণমাধ্যম সুপ্রভাব বিস্তারকারী।

ভারত এক মিলনমেলা উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

সত্যজিৎ রায়

জন্ম: ২ মে, ১৯২১ খ্রিস্টাব্দে, কলকাতা।

পিতা ও মাতা : বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় ও সুপ্রভা রায়।

পারিবারিক ঐতিহ্য: সন্দেশ পত্রিকায় সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরি তাঁর পিতামহ। নিকট আত্মীয় লীলা মজুমদার।

শিক্ষাজীবন : বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক। বিশ্বভারতীর (শান্তিনিকেতন) কলাভবনে শিল্প বিষয়ে পাঠগ্রহণ ।

কর্মজীবন: প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যোগদান। পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন। বাংলা চলচ্চিত্রে অবদান : ‘পথের পাঁচালী’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। বিশিষ্ট ছবি—‘অপরাজিত’, ‘চারুলতা”, ‘জলসাঘর’। ছোটোদের সিনেমা ও অন্যান্য বহু ছবি।

সাহিত্যকর্ম: ফেলুদার কাহিনি, প্রোফেসর শঙ্কুর কাহিনি এবং অজস্র ছোটোগল্প, প্রবন্ধ।

পুরস্কার: বিভিন্ন স্তরের জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে, লিজিয়ন অব্ অনার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৃত্যু: ২৩ এপ্রিল, ১৯৯২ খ্রিস্টাব্দে।

সত্যজিৎ রায় উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন

বিভাগ – খ নম্বর: ৩০

Hs 2019 bengali question paper with answer. MCQ

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক 2019 সালের বাংলা বিষয়ের এম সি কিউ প্রশ্ন-উত্তর দেওয়া হল। প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর নিম্নলিখিতভাবে দেয়া হলো এবং অবশেষে আপনি 2019 সালের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য নিচের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মত প্রশ্ন উত্তর করতে পারেন ।

West Bengal Higher Secondary Bengali MCQ Question and Answers have been given. The correct answer to the each question is given below. We . The link Hs Question paper 2019 is given below you can download any time.

সঠিক উত্তরটি নির্বাচন করো: MCQ 1X18=18

১.১ বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল-

  • (ক) সমাচার দর্পণ
  • (খ) তত্ত্ববোধিনী পত্রিকা
  • উত্তর- (গ) দিগ্‌দর্শন
  • (ঘ) প্রাকৃতিক বিজ্ঞান

১.২ সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র-

  • উত্তর- (ক) মা যশোদা
  • (খ) মধ্যযুগের সপ্তগণ
  • (গ) হলকর্ষণ
  • (ঘ) ভারতমাতা

১.৩ বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল-

  • (ক) সমাচার দর্পণ
  • (খ) তত্ত্ববোধিনী পত্রিকা
  • (গ) দিগ্‌দর্শন
  • (ঘ) প্রাকৃতিক বিজ্ঞান

১.৪ রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন

  • উত্তর-(ক) আইজেনস্টাইন
  •  (খ) আইজেকস্টাইন
  • (গ) আইনস্টাইন
  •  (ঘ) রুশো

অথবা, “শাহজাদি ! সম্রাটনন্দিনী! মৃত্যু ভয় দেখাও কাহারে?”—কোন্ নাটকের অংশ?

  •  (ক) সাজাহান
  • (খ) মেবার পতন
  • উত্তর-(গ) রিজিয়া
  • (ঘ) চন্দ্রগুপ্ত

১.৫ “রক্তের অক্ষরে দেখিলাম”- কী দেখিলেন?

  • (ক) আপনার স্বপ্ন
  • (খ) আপনার জগৎ
  • (গ) আপনার বেদনা
  • উত্তর-(ঘ) আপনার রূপ

১.৬ “নিহত ভাইয়ের শবদেহ দেখে/না-ই যদি হয়”-

  • (ক) রোষ
  • (খ) ক্ষোভ
  • (গ) রাগ
  • উত্তর(ঘ) ক্রোধ

১.৭ থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো—

  • উত্তর-(ক) চিটচিটে তুলোর কম্বল
  • (খ) ছেঁড়া কাপড়
  • (গ) নোংরা চাদর
  • (ঘ) দামি শাল

১.৮ কী উচ্ছবকে বড়ো উতলা করে?

  • (ক) বাদার চালের কম্বল
  • (খ) যজ্ঞ শেষে ভাত পাবার গন্ধ
  • (গ) বউ-ছেলেমেয়ের কথা
  • উত্তর-(ঘ) ফুটন্ত ভাতের গন্ধ

১.৯ “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।”—কারণ—

  • (ক) অফিসে কাজের চাপ প্রবল
  • (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল
  • উত্তর-(গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
  • (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল

১.১০ রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন—

  • (ক) এক টাকা
  • উত্তর(খ) তিন টাকা
  • (গ) চার টাকা
  • (ঘ) দুই টাকা

অথবা, “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে

  • (ক) নাটক
  • (খ) গান
  • উত্তর-(গ) প্রেম
  • (ঘ) বন্ধুত্ব

১.১১ “ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা”—এটি হল—
”—সঠিক উত্তরটি নির্বাচন করো।

  • (ক) মিশ্র রূপমূল
  • (খ) জটিল রূপমূল
  • উত্তর-(গ) জোড়কলম রূপমূল
  • (ঘ) সমন্বয়ী রূপমূল


১.১২ জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—

  • (ক) আনন্দ
  • (খ) সমবেত
  • (গ) বীরত্ব
  • উত্তর-(ঘ) ক্রন্দন


১.১৩ “দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”—দুজন কে কে ?

  • (ক) শম্ভু ও বৌদি
  • (খ) অমর ও বৌদি
  • উত্তর-(গ) শম্ভু ও অমর
  • (ঘ) শম্ভু ও যুবক


অথবা, “উঃ কী শীত—সব আছে শুধু …”—কী নেই?

  • উত্তর-(ক) মানুষ নেই
  • (খ) আলো নেই
  • (গ) লোকজন নেই
  • (ঘ) শীতের পোশাক নেই


১.১৪ “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল”—কীসের আবেদন জানানো হল?—

  • (ক) ট্রেনটাকে চালানোর
  • উত্তর-(খ) ট্রেনটাকে থামানোর
  • (গ) নতুন ট্রেনের ব্যবস্থা করার
  • (ঘ) ট্রেনটাকে বাতিল করার


অথবা, “কে জিতেছিল? একলা সে?”—একলা বলতে কার কথা বলা হয়েছে?

  • (ক) সিজার
  • (খ) স্পেনের ফিলিপ
  • উত্তর-(গ) দ্বিতীয় ফ্রেডারিক
  • (ঘ) আলেকজান্ডার


১.১৫ সবুজ সকাল কিসে ভেজা? –

  • উত্তর-(ক) শিশিরে (খ) জলে
  • (গ) মেঘে
  • (ঘ) ভোরের আলোয়

১.১৬ ‘উয় লাল’ রংটি ছিল—

  • (ক) ভোরের সূর্যের
  • (খ) অস্তগামী সূর্যের
  • উত্তর-(গ) হরিণের মাংসের
  • (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের

১.১৭ ফজরের নমাজ বলতে বোঝায় —

  • (ক) বিকেলের নমাজ
  • (খ) সন্ধ্যার নমাজ
  • উত্তর-(গ) ভোরের নমাজ
  • (ঘ) দুপুরের নমাজ

১.১৮ “বড়ো বউ ভারতে চেষ্টা করে”—কী ভাবতে চেষ্টা করে?—

  • (ক) তখন আর মাছ আসবে না।
  • (খ) কত কাজ বাকি আছে
  • উত্তর-(গ) তখনও চাঁদ সূর্য উঠবে কি না
  • (ঘ) তখনও সসাগরা পৃথিবী থাকবে কি না

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওI ১×১২=১২

২.১ ‘Dictionary’ শব্দটি কবে, কোথায় পাওয়া যায়?
২.২ ‘বিভাব’ নাটকে উল্লিখিত ‘কাবুকি’ নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো ।

অথবা, “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান”—কাকে, কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন?
২.৩ “জয় তোরণে ঠাসা …” কোন্ শহর ?
অথবা, “আমি কৌতুহলী হয়ে উঠি”—কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন?
2.4 “এখন যদি না থাকি”—বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে?
২.৫ “একটি তারা এখন আকাশে রয়েছে”–তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
২.৬ “চুন্নরী রে! তুইও খা,”–কোন্ গল্পের অংশ? চুন্নুরীর পরিচয় দাও ৷
২.৭ সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী?
২.৮ উপসর্গ কাকে বলে?
২.৯ “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না”–কার বয়েস কেন বোঝা যায় না?

অথবা, ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?

২.১০ “চিনিলাম আপনারে ”—কবি কীভাবে নিজেকে চিনলেন?

২.১১ “ঘুমহীন তাদের চোখে হানা দেয়”–কাদের চোখে কী হানা দেয় ?

২১২ ফাঁপি কাকে বলে?

The End..

আমাদের কিছু গুরুত্বপূর্ণ পোস্ট এর লিংক দেয়া হলো নিচে।

Hs bengali question paper 2019 pdf downloadClick Here Download
আমাদের হোয়াটস্যাপ কমিউনিটি পেজে যুক্ত হন।Click Here to Join Us.
How to check madhyamik result 2025. Result Out মাধ্যমিকের ফলাফল কিভাবে দেখবেন ?Check Your Madhyamik Result

TAGS. west bengal board hs question paper 2019 pdf download. west bengal board hs question paper 2019 pdf download. hs bengali question paper 2019 pdf download. hs bengali question paper 2019 WB. hs bengali question paper 2019 WB. উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019 বাংলা. hs bengali question paper 2019. hs bengali question paper 2019 pdf download. উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019 pdf. উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019 pdf. 2019 hs bengali question paper. hs bengali question paper 2019. 2019 hs bengali question with answere. 2019 hs question paper.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top