Hs political science most important Suggestion 2026

Hs political science most important Suggestion 2026, question and answer 2026 class 12. দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ও প্রশ্ন উত্তর । ১০০% কমন
Hs political science most important Suggestion 2026
Hs political science most important Suggestion 2026

আমাদের সর্ব শেষ Hs political science most important Suggestion 2026.

Higher Secondary political science Suggestion: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় ঘনিয়ে আসছে আমাদের সর্ব শেষ Political science Suggestion. আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্ব পূর্ণ প্রশ্ন গুলি কভার করেছি। বিগত বছর গুলিতে দেখাগেছে যে সব প্রশ্ন গুলি এসেছিলো সেই সব প্রশ্ন উত্তর গুলি আমাদের সাজেশনের মধ্যে রয়েছে। তাই প্রতিটা অনুশীলন কারীদের অনুরোধ করবো সময় নিয়ে আমাদের প্রশ্ন উত্তর আর্টিকেল টি পড়বেন। আমাদের শিক্ষক মন্ডলীগন সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণ করে তাদের সর্বোচ প্রচেষ্টা দিয়ে রাষ্ট্র বিজ্ঞান সাজেশন তৈরী করা হয়েছে। যা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাথীর জন্য রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর গুলি নিম্নেলিখিত দেওয়া হলো।

    • আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অন্যনো পোস্টগুলির শিরোনাম।
    • দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026
    • Class 12 political science suggestion 2026 mcq
    • Political Science Suggestion 2026

Hs Political Science Suggestion এর বৈশিষ্ট।

  • সিলেবাস :- প্রতিটা প্রশ্ন উত্তর সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে।
  • গুরুত্বপূর্ণ অধ্যায় :- গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি নেওয়া হয়েছে যেমন – সংবিধান, রাজনৌতিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা, মৌলিক অধিকার এই সব গুরুত্বপূর্ণ অধ্যায় এর উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া হয়েছে।
  • ভালো নম্বর এর কৌশল :- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে উপরোক্ত প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে পড়তে হবে।

Hs Political Science Suggestion এর প্রস্তুতির টিপস।
উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সেরা টিপস। বেশি বেশি অনুশীলন করো, প্রতিদিন অন্তত 20-30 টি সমাধান করো, এতে দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা বাড়াবে। Hs Political Science Question Paper বিগত বছরের প্রশ্নপত্র চর্চা:- বিগত বছরের পুরোনো প্রশ্নপত্র বোঝার চেষ্টা করো কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছিলো সেই সব অধ্যায় বেশি বেশি অনুশীলন করো। Political Science গুরুত্বপূর্ণ অধ্যায়:- গুরুত্বপূর্ণ অধ্যায় গুলির উপর বেশি জোর দিতে হবে। দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়ার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত MCQ ও শর্ট প্রশ্ন অনুশীলন করতে হবে। যাতে করে খুব কম সময়ের মধ্যে দ্রুত উত্তর দেওয়া যাই। বিগত বছর এর প্রশ্ন উত্তর গুলি আমাদের ওয়েবপেজ পেয়েযাবেন।

Hs political science most important Suggestion 2026 ভারতবর্ষের সংবিধানের মৌলিক কাঠামো-

1. ভারতের সংবিধান কত সালে কার্যকর করা হয়?
A) 1947
B) 1949
C) 1950 Ans
D) 1952

2.ভারতের রাষ্ট্রপতি কাকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ করেন ?
A. উপরাষ্ট্রপতি।
B. প্রধানমন্ত্রী।
C. প্রধান বিচারক।
D. কোনো উত্তরসূরি নেই।

3.রাষ্ট্র বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
A. ম্যাকিয়াভেলি
B. প্লোটো
C. অ্যারিস্টটল
D. রুশো

4. ভারতবর্ষের সংসদের দুটি কক্ষের নাম লিখো ?
A. রাজ্যসভা ও বিধানসভা
B. লোকসভা ও রাজ্যসভা
C. হাইকোর্ট ও সুপ্রিমকোট
D. লোকসভা ও রাজ্যসভা

5.ভারতবর্ষের প্রধান বিচারপতির মেয়াদ কত বছর ?
A. পাঁচ বছর
B. তিন বছর
C. ছয় বছর
D. চার বছর

6. ভারতের রাষ্ট্রপতি কাকে প্রধানমুন্ত্রী হিসেবে নিয়োগ করেন ?
A. যিনি রাষ্ট্রপতির পছন্দের ব্যাক্তি।
B. যে রাজ্যসভার সদস্য।
C. যে সুপ্রিম কোটের প্রধান বিচারপতি।
D. যিনি লোকসভার সংখ্যা গরিষ্ঠ দলের নেতা।

7. ভারতবর্ষের প্রথম রাষ্ট্র পতি কে ছিলেন ?
A. জওহরলাল নেহেরু।
B. নেতাজি সুভাষচন্দ্র বসু।
C. বি আর আম্বেদকর।
D. রাজেন্দ্রপ্রসাদ।

8. ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল ?
A. বাংলাদেশ।
B. ফ্রান্স।
C. রাশিয়া।
D. ইংল্যান্ড।
E. যুক্তরাষ্ট্র।

9. ভারতের সংসদীয় সরকারব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী?
A. বিচার বিভাগের কর্তৃক।
B. নির্বাহী প্রধানের সংসদের প্রতি দায়বদ্ধতা।
C. একনায়কতন্ত্র।
D. রাষ্ট্রপতি শাসন।

10. ভারত কোন ধরণের রাষ্ট্র ?
A. যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র।
B. সামন্ততান্ত্রিক রাষ্ট্র।
C. সামরিক রাষ্ট্র।
D. এককেন্দ্রিক রাষ্ট্র।

11. ভারতের সংবিধানে কোন ধারায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ?
A. 352 অনুচ্ছেদ
B. 350 অনুচ্ছেদ
C. 349 অনুচ্ছেদ
D. 353 অনুচ্ছেদ

12. ভারতের প্রথম মহিলা প্রধানমুন্ত্রী কে ?
A. মমতা বন্দ্যোপাধ্যায়।
B. সোনিয়া গান্ধী।
C. ইন্দ্রাগান্ধী।
D. প্রতিভা প্যাটেল।

13. ভারতীয় সংসদের নিম্নে কক্ষের প্রধান কে ?
A. উপরাষ্ট্রপতি।
B. লোকসভার স্পিকার।
C. রাষ্ট্রপতি।
D. প্রধানমুন্ত্রী।

14. প্রথম আইন মুন্ত্রী কে ছিলেন ভারতবর্ষের ?
A. নেতাজি সুভাষচন্দ্র বসু।
B. রাজেন্দ্রপ্রসাদ।
C. বি. আর. আম্বেদকর।
D. জহরলাল নেহেরু।

15. ভারতীয় সংসদের নিম্নে কক্ষের প্রধান কে ?
A. প্রধানমুন্ত্রী।
B. রাষ্ট্রপতি।
C. লোকসভার স্পিকার।
D. উপরাষ্ট্রপতি।

Hs political science most important Suggestion 2026

আমরা MCQ প্রশ্ন উত্তরগুলি ৩ ভাগভাগি করেছি যাতে অনুশীলন করতে সুবিধা হয় সেই ভেবে। প্রথম অনুচ্ছেদ কম করে হলেও ২ / ৩ বার মনোযোগ সহকারে পড়বে। প্রথম অনুচ্ছেদ এর প্রশ্ন গুলি সহজ তাই অনেক সময় গুলিয়ে যাই সেটা যাতে না হয়।

16. ভারতীয় সংবিধানের মূল কাঠামো তত্ত্ব কোন মামলার সাথে সংম্পর্কিত ?
A. শাহবানু মামলা।
B. মিনার্ভা মামলা।
C. গোলোকনাথ মামলা।
D. কেশবানন্দ মামলা।

17. সংবিধানে কোন তপশিলে রাজ্য ও কেন্দ্রর মধ্যে ক্ষমতা বিভাজন করা হয়েছিল ?
A. দ্বাদশ তপশিল।
B. নবম তপশিল।
C. প্রথম তপশিল।
D. সপ্তম তপশিল।

18. সংবিধানের সর্বাধিক সংশোধিত অনুচ্ছেদ কোনটি ?
A. 356 অনুচ্ছেদ।
B. 352 অনুচ্ছেদ।
C. 368 অনুচ্ছেদ।
D. 362 অনুচ্ছেদ।

19. সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘণ হলে কোন আদালতে মামলা করা যায় ?
A. কেবলমাত্র সুপ্রিম কোর্টে।
B. কেবল মাত্র হাইকোর্টে।
C. সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়েই।
D. কোনো আদালতে নয়।

20. কত অংশ প্রতি রাজ্যসভার সদস্য দুই বছরের জন্য অবসর গ্রহণ করেন ?
A. 1/2 অংশ
B. 1/8 অংশ
C. 1/5 অংশ
D. 1/3 অংশ

21. নির্বাচন কমিশন কোন পদ্ধতি অনুসরণ করে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ?
A. প্রত্যক্ষ নির্বাচন।
B. পরোক্ষ নির্বাচন।
C. মনোনীত পদ্ধতি
D. প্রতিযোগিতামূলক নির্বাচন।

22. যদি রাষ্ট্রপতি কোনো আইনে সাক্ষর করতে অস্বীকার করে তাহলে সেটি কি নাম পরিচিত ?
A. আপত্তি বিধান।
B. পকেট ভেটো।
C. বাধ্যতামূলক সাক্ষর।
D. বিচারিক প্রতিরোধ।

23. বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ।
A. 25 অনুচ্ছেদ।
B. 28 অনুচ্ছেদ।
C. 19 অনুচ্ছেদ।
D. 18 অনুচ্ছেদ।

24. 73তম সংবিধান সংশোধনী কোন বিষিয়ে সাথে সম্পর্কিত ?
A. স্থানীয় স্বশাসন
B. রাষ্ট্রপতির ক্ষমতা।
C. বিচার বিভাগীয় স্বাধীনতা।
D. আর্থিক জরুরি অবস্থান।

25. ভারতের সংবিধান কোন দেশের অনুকরণে মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছে ?
A. নেপাল।
B. ফ্রান্স।
C. জার্মান।
D. আমেরিকা।

West Bengal Higher Secondary Political Science Suggestion and syllebus . final we provide importance MCQ Question and Answer .

ভারতবর্ষের নির্বাচন এবং বিচার ব্যবস্থা-

26. পঞ্চায়েতি রাজ্ ব্যবস্থা সর্বনিম্ন স্তর কোনটি ?
A. ব্লক সমিতি।
B. গ্রাম পঞ্চায়েত।
C. মহকুমা পরিষদ।
D. জেলা পরিষদ।

27. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ কে করেন ?
A. প্রধানমুন্ত্রী।
B. রাষ্ট্রপতি।
C. উপরাষ্ট্রপতি।
D. লোকসভার স্পিকার।

28. ভারতবর্ষ কোন পদ্ধতির শাসন ব্যবস্থা অনুসরণ করেন ?
A. একনায়কতন্ত্র।
B. সামরিক শাসন।
C. সংসদীয় সরকার।
D. রাষ্ট্রপতি শাসিত সরকার।

29. সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের আইনের সামনে সমান অধিকার প্রদান করে ?
A. 10 অনুচ্ছেদ।
B. 14 অনুচ্ছেদ।
C. 13 অনুচ্ছেদ।
D. 15 অনুচ্ছেদ।

30. ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন ?
A. লোকসভার সদসরা।
B. রাজ্যসভার সদসরা।
C. উভয় কক্ষের সদসরা।
D. রাষ্ট্রপতি।

31. ভারতীয় গণতন্ত্রের ভিত্তি কি ?
A. মৌলিক অধিকার।
B. রাষ্ট্রপতির ক্ষমতা।
C. বিচার বিভাগের স্বাধীনতা।
D. মৌলিক কর্তব।

32. আমাদের সংবিধান কোন তারিকে গ্রহণ করা হয়েছিল ?
A. 26 নভেন্বর 1949
B. 26 জানুয়ারী 1951
C. 15 আগস্ট 1947
D. 10 অক্টবর 1949

33. সংসদের যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা কে রাখেন ?
A. রাষ্ট্রপতি।
B. প্রধানমুন্ত্রী।
C. উপরাষ্ট্রপতি।
D. লোকসভার স্পিকার।

34. সুপ্রিম কোটের বিচারকদের অপসারণ করার পদ্ধতিকে কি বলা হয় ?
A. বরখাস্ত করুন।
B. বিচারিক তদন্ত।
C. অভিশংসন।
D. স্থগিতাদেশ।

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য-

35. নিচের কোনটি ভারতীয় গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট ?
A. রাজতন্ত্র।
B. সামরিক শাসন।
C. জনগণের সর্বভোমত্ব।
D. একনায়কতন্ত্র।

36. ভারতের সংবিধান কোন দেশের অনুকরনে রাজ্য নীতি নির্দেশনামূলক উপাদান গ্রহণ করেছে ?
A. আমেরিকা।
B. ব্রিটেন।
C. কানাডা ।
D. আয়ারল্যান্ড।

37. ভারতের কোন সংবিধান সংশোধনীতে ১০০ তম সংশোধনী গৃহীত হয়েছিল ?
A. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।
B. বিচার ব্যবস্থার সংস্কার।
C. নতুন রাজ্য গঠন।
D. বাংলাদেশ – ভারত সীমান্ত চুক্তি।

38. দেশে রাষ্ট্রপতি শাসন কত দিনের জন্য জারি করা যেতে পারে ?
A. এক বছর এর জন্য ।
B. দুই বছর এর জন্য ।
C. ছয় মাসের জন্য।
D. তিন মাসের জন্য।

39. সংবিধানের কত অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে ?
A. 362 অনুচ্ছেদ।
B. 72 অনুচ্ছেদ।
C. 82 অনুচ্ছেদ।
D. 125 অনুচ্ছেদ।

40. ভারতের সংসদের নিম্নকক্ষ কোনটি ?
A. রাজ্যসভা।
C. বিধানসভা।
D. লোকসভা।
E. জেলা পরিষদ।

41. ভারতের কোন সংবিধান সংশোধনীতে GST চালু হয় ?
A. 101 তম।
B. 201 তম।
C. 199 তম।
D. 72 তম।

42. কোন রাজ্য সবথেকে বেশি সংখ্যাক সংসদীয় আসন নিয়ে গঠিত হয় ?
A. পশ্চিমবঙ্গ।
B. বিহার।
C. উত্তর প্রদেশ।
D. মহারাষ্ট্র।

43. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
A. সর্দার প্যাটেল।
B. বি. আর. আম্বেদকর।
C. জওহরলাল নেহেরু।
D. ডঃ রাজেন্দ্র প্রসাদ।

44. ভারতের প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর ?
A. 3 বছর।
B. 4 বছর।
C. 5 বছর।
D. 6 বছর।

45. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে তথ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ?
A. 44 তম সংশোধনী।
B. 52 তম সংশোধনী।
C. 39 তম সংশোধনী।
D. 54 তম সংশোধনী।

Higher Secondary political science Suggestion:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 45 টি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। ভালোকরে অনুশীলন করলে সম্পূর্ণ উত্তর করা সম্ভব। আশা করি প্রতিটা পরীক্ষার্থী মনোযোগ সহকারে পাঠ করবে এবং কম করে হলেও দুই তিন বার মনোযোগ সহকারে পড়বে।

Political science suggestion প্রস্তুতির সেরা টিপস:

    • শর্ট নোট:- শর্ট নোট তৈরী করো। কঠিন ও গুরুত্বপূর্ণ তথগুলির জন্য ছোট্ট ছোট্ট নোট বানাও। চূড়ান্ত পরীক্ষা যখন ঘনিয়ে আসবে তখন ওই শর্ট নোট গুলি দ্রুত রিভিশিনে কাজ দেবে।
    • নির্ভর থাকো: পরীক্ষার প্রস্তুতি ভালোকরে নিয়ে থাকলে নিজের আত্মবিশ্বাস বাড়ে। তাই মানসিকভাবে চাঙ্গা থাকা যাই তাই নিয়মিত পড়াশুনা করতে হবে।
  • সময় ধরে পরীক্ষা: সময়নিয়ে মডেল টেস্ট পরীক্ষা দাও যাতে করে পরীক্ষা কেন্দ্রে সময়ের মধ্যে উত্তর দেওয়া যাই


আমাদের হোয়াটস্যাপ কমিউনিটি পেজে যুক্ত হন।

ক্লিক করুন Hs political science question paper 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top